জন্মসনদ জাল করে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৪ মে ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের ভুলু খালাশী তার মেয়ে স্মৃতি আক্তারের (১৫) জাল জন্মসনদ বানিয়ে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সেই বাল্যবিয়ে বন্ধ করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, শুক্রবার দুপুরে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের জাল সনদ বানিয়ে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করছিল মেয়েটির অভিভাবকরা। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিক বাল্যবিয়ে বন্ধ করে মেয়েটির বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুর রহমান জাগো নিউজকে বলেন, আমার অফিসের ও আমার স্বাক্ষর জাল করে ভুয়া জন্মসনদ বানিয়েছেন ওই অভিভাবক।

এন কে বি নয়ন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।