প্রথমবার হংকংয়ে যাচ্ছে সাতক্ষীরার আম

প্রথমবারের মতো সাতক্ষীরার আম যাচ্ছে হংকংয়ের বাজারে। আম কৃষি ক্যালেন্ডারের পদ্ধতি অনুযায়ী সাতক্ষীরায় প্রথম গাছ থেকে নামানো গোবিন্দভোগ জাতের আম প্রবেশ করছে দেশটির বাজারে।
শনিবার (১৪ মে) আম রপ্তানিতে যুক্ত প্রকল্পের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, পরীক্ষামূলকভাবে ১০০ কেজি গোবিন্দভোগ আম যাচ্ছে এশিয়ান মার্চেন্ট হংকংয়ের বাজারে।
তিনি বলেন, সাতক্ষীরায় উৎপাদিত হিমসাগর ও ল্যাংড়া আমের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে প্রবেশ করেছে। এরমধ্যে বেশি খ্যাতি ছিল ইউরোপের বাজারে। এবার
আমচাষী রফিকুল ইসলাম জানান, বাগান থেকে কার্টুন করা পর্যন্ত কোথাও কোনো অনিয়ম যাতে না হয় সেজন্য কৃষি বিভাগ, জেলা প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল ইসলাম বলেন, এ বছর সারাদেশ থেকে ৬০০ টন আম বিদেশে রপ্তানি করা হবে। যার মধ্যে শুধু সাতক্ষীরা থেকে যাবে একশ টন আম। ১৯ মে বিদেশে আম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম