লাফিয়ে নামার সময় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ে লাফিয়ে নামার সময় ট্রেনে কাটা পড়ে রশিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে রোড রেলওয়ে স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের চাকায় কাটা পড়েন তিনি।
তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বকোশের হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
রোড রেল স্টেশনের মাস্টার আক্তারুল ইসলাম আক্তার বলেন, দুপুরে ওই বৃদ্ধা স্বজনদের সঙ্গে নিজেও ট্রেনে উঠেন। এক সময় ট্রেন ছেড়ে দিলে তিনি তাড়াহুড়া করে লাফিয়ে নামতে গেলে নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তিনি মারা যান।
তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম