ভাঙ্গায় এক সপ্তাহে ৩ বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৬ মে ২০২২
বাল্যবিয়ের অনুষ্ঠানে হাজির উপজেলা প্রশাসন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেড়েছে বাল্যবিয়ের প্রবণতা। গত এক সপ্তাহে তিনটি বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ সোমবার (১৬ মে) দুপুরে উপজেলার চান্দা ইউনিয়নের গোয়ালদী গ্রামের একটি বাল্যবিয়ে বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে কালাম মাতব্বরের ১৪ বছর বয়সী মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা ইলা রানী কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ভাঙ্গা উপজেলায় হঠাৎ করে বাল্যবিয়ের প্রবণতা ব্যাপকহারে বেড়েছে। এক সপ্তাহে মোট তিনটি বাল্যবিয়ে বন্ধ করা হলো। জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জনপ্রতিনিধি ও প্রশাসনকে আরও কাজ করতে হবে। বাল্যবিয়েকে নিরুৎসাহী করতে সবাইকে সহযোগিতার অনুরোধ জানাই।

এন কে বি নয়ন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।