বিশ্রামের সময় ধানকাটা শ্রমিককে গলা কেটে হত্যা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ক্ষেতের কাজ শেষে বিশ্রামের সময় আরিফুল (২৫) নামের এক ধানকাটা শ্রমিককে গলাকাটা হত্যা করেছেন আরেক শ্রমিক। পালিয়ে যাওয়ার সময় মানিক শেখ ওরফে হৃদয় (৩০) নামের ওই ধানকাটা শ্রমিককে আটকের পর পুলিশে দিয়েছেন অন্য শ্রমিকরা।
সোমবার (১৬ মে) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া ফকিরপাড়া এলাকার ঝিলিম কবিরাজের ছেলে। আটক হৃদয় একই এলাকার মেহের আলীর ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, স্থানীয় ইউনূছ আলীর বাড়িতে ধানকাটা শ্রমিক হিসাবে কাজ করতেন আরিফ হোসেন ও হৃদয়। সোমবার দুপুরে কাজ শেষে ক্ষেতের পাশে সেচ ঘরে তারা বিশ্রাম করছিলেন। হঠাৎ হৃদয় কাস্তে দিয়ে আরিফকে জবাই করে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আশপাশের শ্রমিকরা টের পেয়ে হৃদয়কে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, হত্যার কাজে ব্যবহৃত কাস্তে জব্দ করা হয়েছে। আটকের পর হত্যার কথা স্বীকার করেছে মানিক শেখ ওরফে হৃদয়। তবে কী কারণে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
এসজে/এএসএম