পাওনা টাকার চাপে পালিয়েছেন দেনাদার, খড়ের গাদায় আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৬ মে ২০২২
পুড়ে যাওয়া খড়ের গাদা

ফেনীর দাগনভূঞায় সাতটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দেনাদার টাকা না দিয়ে পালিয়ে যাওয়ায় পাওনাদাররা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের।

সোমবার (১৬ মে) ভোরে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, ভোরে নারায়নপুর গ্রামের শীল বাড়ির ছয়টি খড়ের গাদায় এবং একই গ্রামের বাড়ৈবাড়ির একটি গাদায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন নেভানোর চেষ্টা করলেও সেগুলো পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীরা জানান, ভুক্তভোগী পরিবারের সদস্য যাত্রামোহন শীল খোকনের ছেলে মরণ চন্দ্র শীল সম্প্রতি আইপিএল নিয়ে অনলাইনে বাজি ধরে স্থানীয় লোকজনের কাছ থেকে অনেক টাকা থেকে ধার-দেনা করেন। গত সপ্তাহে পাওনাদাররা টাকার জন্য চাপ দিলে ১০ মে মরণ চন্দ্র পালিয়ে যান। পাওনাদাররা তাদের টাকা ফেরত না পেয়ে আত্মীয়-স্বজনকে ভয় দেখাতে রাতের বেলায় খড়ের গাদায় আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য কবির আহমেদ ফরিদ জাগো নিউজকে বলেন, মরণ শীলের কাছে স্থানীয়রা অন্তত দেড় লাখ টাকা পাবে। বিক্ষুব্ধ পাওনাদাররা ভোর রাতে আগুন দিয়ে মরণ শীলদের দুটি, তার চাচা সিবিল চন্দ্র শীল ও হারাধন চন্দ্র শীলের তিনটিসহ মোট সাতটি খড়ের গাদায় আগুন লাগিয়ে পালিয়ে যান।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীর স্বজন মরণ চন্দ্র শীল বিভিন্ন জন থেকে নেওয়া ধারের টাকা ফেরত না দিয়ে পালিয়ে যাওয়ায় এ ধরনের ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপরও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

নুর উল্লাহ কায়সার/এসজে/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।