টাঙ্গাইলে নাতির সঙ্গে ধস্তাধস্তিতে দাদার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:০০ এএম, ১৮ মে ২০২২

টাঙ্গাইলের সখীপুরে নাতির সঙ্গে ধস্তাধস্তি করে বিশা মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমা বংকী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নাতি রানা মিয়াকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। পরে তাকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। রানা ওই এলাকার আবু তাহেরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রানা মাদকসেবী। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া ও অশান্তি লেগে থাকতো। নাতি মাদকসেবী হওয়ায় দাদা তাকে শাসন করতেন। মঙ্গলবার দুপুরে দাদা-নাতির সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে দাদা বিশা মিয়ার মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহত বিশা মিয়ার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করা হলেও এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাতি রানা মিয়াকে থানায় আনা হলেও দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যানের জিম্মায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, যোগ করেন ওসি রেজাউল করিম।

আরিফ উর রহমান টগর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।