বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৮ মে ২০২২
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে আব্দুল মোমিন (২) নামের এক শিশু মারা গেছে। বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল মোমিন উপজেলার জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

জিয়ানগর ইউপির সাবেক সদস্য কায়ছার আলী জানান, সবার অগোচরে শিশু আব্দুল মোমিন বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে মোমিনকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্বজনরা সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার এসআই আলেফ উদ্দিন জানান, এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।