গঙ্গাধর নদের ভাঙন রোধে সহস্রাধিক মানুষের মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গঙ্গাধর নদের ভাঙন রোধ ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৮ মে) বিকেলে তরীরহাট এলাকায় সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
এতে কচাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদৎ হোসেন মণ্ডল, সাবেক জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, ছাত্র সমাজের জেলা আহ্বায়ক ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় শাহাদৎ হোসেন মণ্ডল বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে আগ্রাসী হয়ে উঠে গঙ্গাধর নদের ভাঙন। এ বছর নদের ভাঙনে ভিটেমাটি হারিয়েছে অনেক পরিবার। এখন নদের দুই তীরের আবাদি জমি ভাঙছে। বিশেষ করে নদের পশ্চিম তীরের কয়েকশত বিঘা জমি ইতোমধ্যে নদের গর্ভে চলে গেছে। ভাঙন রোধ ও ভাঙনের কবল থেকে ইউনিয়নের বসতভিটা, ফসলি জমি ও স্থাপনা সমূহ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
সাবেক জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল বলেন, ভাঙনের হুমকির মুখে রয়েছে ইউনিয়নের তরিরহাট বাজার, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ইন্দ্রগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক স্থাপনা। গঙ্গাধরের ভাঙনে প্রতি বছর শতশত মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও কঠিন হবে।
মাসুদ রানা/আরএইচ/এএসএম