গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৯ মে ২০২২

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে আতোয়ার রহমান (৩৯) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স জানান, ১৬ বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমের সঙ্গে পাশ্ববর্তী গ্রামের মৃত রিয়াজুল আকন্দের ছেলে আতোয়ার রহমান বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আনোয়ারা বেগমকে প্রায়ই নির্যাতন করতো আতোয়ার। এরই ধারবাহিকতায় ২০১৯ সালের ৬ জানুয়ারি রাতে আনোয়ারা বেগমের মাথায় লোহার রড দিয়ে আঘাত গুরুত্বর জখম করে আতোয়ার। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির উঠানে মরদেহ ফেলে রাখে।

পরদিন ৭ জানুয়ারি আনোয়ারা বেগমের ভাই মাহির উদ্দিন ভগ্নিপতি আতোয়ার রহমানকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আতোয়ার রহমানের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

জহিদ খন্দকার/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।