বজ্রপাতে বাবার মৃত্যু, নদীতে পড়ে ছেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২০ মে ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বদিউর (৪২) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে তার ছেলে আওয়াল (২২) নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।

বদিউর উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রজব আলী শেখ বলেন, ওই দিন বিকেলে মাছ ধরতে পদ্মা নদীতে যান বদিউর ও তার ছেলে আওয়াল। রাতে হঠাৎ বজ্রপাত হয়। তখন থেকেই তারা নিখোঁজ। সকালে নদীতে অভিযান চালিয়ে বদিউরের মরদেহ উদ্ধার করা হলেও তার ছেলে আওয়ালের মরদেহ পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত জাগো নিউজকে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বাবা-ছেলের সঙ্গে আরও একজন মাছ ধরতে নদীতে গিয়েছিল তিনি বদিউরের ছেলের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের ৪০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।