সকালে জিডি বিকেলে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২০ মে ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জিডির ছয় ঘণ্টা পরই আলম খনকার নামের নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মে) সকালে পরিবার থেকে থানায় জিডি করা হয়। পরে বিকেলে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলম খনকার উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হরিশপুর গ্রামের মৃত আজগর খনকারের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।

নিহতের মামা শহিদ ও মোক্তার মন্ডল জানান, মঙ্গলবার (১৭ মে) রাত ১২টার দিকে কয়ড়া আদর্শ গ্রামের মৃত মোসলেমের ছেলে রায়হান ফোন দিয়ে বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে শুক্রবার সকালে উল্লাপাড়া মডেল থানায় জিডি করা হয়। জিডি করার ছয় ঘণ্টা পর বিকেলে ৫টার দিকে কয়ড়া বিলে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে। গত ৫-৬ বছর আগে তার স্ত্রী মারা যায়। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

পারভেজ আলী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।