নিজের দায়ের আঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২১ মে ২০২২
ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে ডাল কাটতে গিয়ে আম গাছ থেকে পড়ে নিজের দায়ের আঘাতে আব্দুল হালিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হালিম ওই গ্রামের মৃত আনসার আলীর ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে সিভিলে চাকরি করতেন।

তার স্বজনরা জানান, শুক্রবার রাতে ঝড়ে আম গাছের একটি মোটা ডাল আব্দুল হালিমের ঘরের ওপর পড়ে। শনিবার বেলা ১১টার দিকে ওই ডাল কাটতে দা নিয়ে আম গাছে চড়েন তিনি। এ সময় অসাবধানতাবশত আব্দুল হালিম পা ফসকে মাটিতে পড়ে যান এবং হাত থেকে দা ছিটকে পড়ে তার মাথায় আঘাত লেগে মগজ বের হয়ে যায়। উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, ‘ঘটনাটি জানা নাই। খোঁজ নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।’

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।