বগুড়ায় ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২২ মে ২০২২
ফাইল ছবি

বগুড়ায় লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২২ মে) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়া অঞ্চলের ম্যানেজার বরকত হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিনমাথা থেকে বাঘোপাড়া পর্যন্ত জরুরি গ্যাসলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরকত হোসেন বলেন, শহরের পুরান বগুড়া, জহুরুল নগর, কামার গাড়ী, চক সূত্রাপুর, বাদুড়তলা, নামাজগড়, শহীদ তারেক রোড, উপশহর, নিশিন্দারা, ধরমপুর, বারপুর, মাটিডালী, সুলতানগঞ্জ পাড়া, হাকির মোড় পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগেই যেন গ্রাহকদের গ্যাস সরবরাহ প্রদান করতে প্রচেষ্টা থাকবে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।