গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

অস্ত্রসহ আটক যুবক
গাজীপুরের শ্রীপুর থেকে বিদেশি পিস্তলসহ রুবেল মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২১ মে) দিনগত রাত ১১টার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আকবর আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মো. রুবেল মিয়ার দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই বদিউজ্জামান বাদী হয়ে রোববার শ্রীপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। পরে রোববার তাকে কারাগারে পাঠানো হয়।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস