গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এসময় চালকসহ আহত হয়েছেন আরও দুজন।
রোববার (২২ মে) দুপুরে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালিগাঁও এলাকার নাভানা প্লাস্টিক পাইপ কারখানা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হালিমা বেগম (২২)। তিনি পাবনা উপজেলার সাব্বির মিয়ার স্ত্রী। অন্যদিকে আহত হন নাজমুল হোসেন (৩৫) ও অটোরিকশাচালক নাজমুল মিয়া (২৮)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি নাভানা পাইপ কারখানার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লুবনা খানম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আব্দুর রহমান আরমান/আরএইচ/জেআইএম