নেত্রকোনায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:১৮ এএম, ২৩ মে ২০২২
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক

নেত্রকোনা সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা বাসের চালক ও সহকারী।

সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চল্লিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের চালক ও ময়মনসিংহের নান্দাইল থানার বারীগ্রাম চন্ডিপাশা গ্রামের বাসিন্দা সবুজ মিয়া (৫৫) ও বাসের সহকারী সুনামগঞ্জের ধর্মপাশার রাজনগর গ্রামের চান মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে শাহ পরান পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা ময়মনসিংহগামী ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। ময়মনসিংহ নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইচ এম কামাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।