বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৩ মে ২০২২
ফাইল ছবি

নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নেমে মাসুদ মুন্সী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষভেড় গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের চাঁন মিয়া মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে মাসুদ মুন্সী তার বাবাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যান। পুকুরে জাল আটকে গেলে ডুব দিয়ে ছাড়ানোর চেষ্টা করে মাসুদ। তিনি ওপরে না উঠলে তার বাবা খোঁজাখুঁজি করেন। না পেয়ে চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আজহারুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

মাসুদের ছোট ভাই আনিস মুন্সী জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই মাসুদ মুন্সী মৃগী রোগে ভুগছিলেন। আমরা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকায় তিনি বৃদ্ধ বাবার সঙ্গে পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যান। জাল আটকে গেলে ডুব দিয়ে ছাড়ানোর চেষ্টা করে তিনি আর উঠতে পারেননি।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক আলাল উদ্দিন জানান, বাড়ির সামনের পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু হয়। সুরতহাল করে মরদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।