১৯ ইউনিটের ৭ ঘণ্টার প্রচেষ্টায় নিভলো স্কয়ার ফার্মার আগুন
গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় লাগা আগুন সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সোমবার (২৩ মে) রাতে ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমনি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টায় লাগা আগুন সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করেছে।
এর আগে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নির্দেশে কালিয়াকৈর, সাভারের ডিইপিজেড, টাঙ্গাইলের সখিপুর, মির্জাপুরসহ আশপাশের ফায়ার স্টেশন থেকে গিয়ে ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের বড় মই ব্যবহার করে আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মো. আমিনুল ইসলাম/এমআরআর/এএসএম