মুন্সিগঞ্জে বন্দুক-কার্তুজসহ দুজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৪ মে ২০২২

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলে মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে বন্দুক ও কার্তুজসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) সকাল ৮টার দিকে ইউনিয়নের বেহেরকান্দি গ্রামে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় স্থানীয় দেলোয়ার ওরফে দেলার বসতঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।

গ্রফতাররা হচ্ছেন ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নজির আলী মাদবরের ছেলে সোহেল রানা (৩৪) ও দক্ষিণ বেহেরকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জুয়েল (২৬)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৩ মে) মোল্লাকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মঙ্গলবার সকালে বেহেরকান্দি গ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় গ্রামের বাসিন্দা দেলোয়ারের বসতঘরের শয়নকক্ষের খাটের চিচ থেকে একটি বদুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পরে সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।