ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৪ মে ২০২২
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় আসাদুজ্জামান ওরফে রিজভীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মে) ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক এ রায় দেন। রিজভী রানিশংকৈল উপজেলার করনাইট গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার করনাইট গ্রামের ওই তরুণী ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনার সময় পৌর শহরের গোবিন্দনগর এলাকার এক ছাত্রাবাসে থাকতেন। ঘটনার দিন ২০১০ সালের ২৭ মে অভিযুক্ত রিজভী তাকে শোফা কেনার কথা বলে শহরের টাংগন ব্রিজে ডেকে নেন। সেখানে গেলে তাকে মোটরসাইকেল নিয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জে নিয়ে যায়। সেখান থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ও পরে রানীশংকৈলের খন্দকার হাই আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরে ছাত্রাবাসে পৌছে দেয়। তরুণী বিষয়টি তার বাবাকে জানালে পরদিন রিজভীর পক্ষ থেকে মিমাংসার কথা বললেও তা না হলে ২০১০ সালের ২৯ মে ভুক্তভোগী রানীশংকৈল থানায় মামলাটি করেন।

তানভীর হাসান তানু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।