দুই বছরের সাজা থেকে বাঁচতে ১১ বছর পলাতক

দুই বছরের সাজা এড়াতে দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না ফেনীর সোনাগাজীর সুজল হক (৫২) নামে এক ব্যক্তির। তিনি গ্রেফতার এড়াতে বিদেশ থেকে ফিরে নিজের ঠিকানা পরিবর্তন করেও অবশেষে পুলিশের জালে আটকা পড়েছেন।
সুজল হক সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর ডুব্বা গ্রামের শামছুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১১ সালে মাদকের একটি মামলায় দুই বছরের সাজা হয় সুজল হকের। এরপর তিনি গ্রেফতার এড়াতে গোপনে সৌদি আরব পাড়ি দেন। কয়েকমাস আগে দেশে ফিরে তিনি নিজ এলাকা চর ডুব্বা গ্রামে না গিয়ে সুজাপুরে বাড়ি তৈরি করে সেখানে সপরিবারে বসবাস শুরু করেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার (২৪ মে) তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার সুজল হককে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
নুর উল্লাহ কায়সার/এমআরআর/এএসএম