সিরাজগঞ্জে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের ছয়দিন পর রাশিদুল ইসলাম (১২) নামের এক স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে সলঙ্গা থানার ইসলা দিঘর গ্রামে অচিন্ত তালুকদারের বাশঁ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাশিদুল ইসলাম রায়গঞ্জ থানার ধামাইনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা বাঁশ বাগানে মরদেহ দেখতে পেয়ে থানায় পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ উদ্ধার করে রায়গঞ্জ থানায় হস্তান্তর করে।
নিহতের বড় ভাই তারিকুল ইসলাম জানায়, বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৭টায় রাশিদুল বাড়ি থেকে ভাত খেয়ে বড় ভাইয়ের অটোভ্যান নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরদিন শুক্রবার (২০মে) রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান জানান, স্থানীয়রা খবর দিলে অর্ধগলিত মরদেহটি বাঁশ বাগান থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এএইচ/এমএস