বগুড়ায় নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণা, নারীসহ গ্রেফতার ২
বগুড়ায় নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ মে) সকালে কাহালু থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।
গ্রেফতাররা হলেন, কাহালু উপজেলার সাবানপুর গ্রামের ফরিদা পারভীন এবং গাইবান্ধার সাঘাটার চিনেরপুটুল গ্রামের আব্দুল জব্বার।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রামে অভিযান চালিয়ে মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি মূর্তিও উদ্ধারের কথা জানানো হয়েছে।
এদিকে, বুধবার দুপুর ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নে নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার তথ্যে অভিযান চালানো হয়। এসময় ফরিদার বাড়ি থেকে একটি মূর্তি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় আব্দুল জব্বার ও ফরিদাকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতাররা অনেকদিন ধরেই নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদা ও জব্বার প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।
এএইচ/জিকেএস