বেতন-ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৫ মে ২০২২

বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের হটাতে লাঠিচার্জ ও টিয়ারসেল গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার (২৫ মে) সকালে মহানগরীর কোনাবাড়ি এলাকায় এনিটকস নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

বেতন-ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে ঈদের আগে কারখানা বন্ধ করে পালিয়ে যায় কারখানা কর্তৃপক্ষ। এরপরে কারখানাটিতে আর উৎপাদন কার্যক্রম শুরু হয়নি। প্রায় প্রতিদিনই শ্রমিকরা কারখানার প্রধান ফটকে এসে ফিরে যান। বুধবার সকালে কয়েক হাজার শ্রমিক সংঘবদ্ধ হয়ে কারখানার গেটের গেটের সামনে অবস্থান নেন। পরে তারা বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

বেতন-ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের অবরোধ তুলে নিতে বলে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। পরে শ্রমিকরা ফের ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের ধাওয়া খেয়ে শ্রমিকরা কারখানার ভেতরে গিয়ে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

বেতন-ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

দুপুরে পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। আগামী জুনে বকেয়া ঈদ বোনাস ও বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা কারখানা থেকে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে এনিটকস কারখানার জিএম বুলবুল আহমেদ জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী মাসের ৫ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দেওয়া হবে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।