প্রাইভেটকারে মিললো ৩ চোরাই গরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৭ মে ২০২২
ফাইল ছবি

গাজীপুরের ভাড়ারুল এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে তিনটি চোরাই গরু আটক করেছে এলাকাবাসী। এসময় প্রাইভেটকারটি ফেলে পালিয়ে গেছে চোররা।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই সামীর হাসান খান জানান, শুক্রবার (২৭ মে) ভোরে গাজীপুর সিটির ৩১নং ওয়ার্ডের ভারারুল বটতলা এলাকায় প্রাইভেটকারে গরু নেওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় তারা ধাওয়া করে গরুসহ কারটি আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এলাকাবাসীর সহায়তায় কার থেকে একটি গাভীসহ তিনটি গরু উদ্ধার করে। গরু ও গাড়িটি গাজীপুর সদর থানা হেফাজতে রয়েছে। গাড়ি ও গরুর মালিকের সন্ধানে নেমেছে পুলিশ।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।