নদীতে গোসলে নেমে প্রাণ গেলো স্কুলছাত্রীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৮ মে ২০২২
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে ডুবে আমেনা আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে ধলেশ্বরী শাখা নদীর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আমেনা ওই গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে ও মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, আমেনা শুক্রবার বিকেলে বাড়ির সামনে নদীতে গোসল করতে নামে। সেখানে তলিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর আমেনাকে উদ্ধার করে রাতে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুবুব আলম মল্লিক হুরমহল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ আমেনার বাড়িতে যান ও নিহেতের পরিবারকে সান্ত্বনা দেন।

এস এম এরশাদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।