মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে পানু মালো (৩০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) রাত ৮টার দিকে উপজেলার নগর ছাওয়ালী গ্রামে লাইনে কাজ করার সময় তার মৃত্যু হয়।
পানু মালো উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের কালো মালোর ছেলে।
মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান বিভাস সরকার নুপুর জানান, রাতে পানু মালো পাশের বাড়িতে ইলেকট্রিক লাইনে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এস এম এরশাদ/আরএইচ/জেআইএম