মুক্তি আ’লীগের মাধ্যমে হবে না, বিএনপি তো নয়ই: মুজাহিদুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৯ মে ২০২২

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম—সেই মুক্তি আওয়ামী লীগের মাধ্যমে হবে না। বিএনপির মাধ্যমে তো হবেই না। তারা সবাই যুক্তরাষ্ট্রের দালাল হয়ে গেছে, ভারতের বিজেপির দালাল হয়ে গেছে। তারা সবাই লুটেরা ধনিক শ্রেণির স্বার্থ রক্ষাকারী দল হয়ে গেছে।

রোববার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় জেলা সিপিবি আয়োজিত লাল পতাকা মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

jagonews24

মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, ‘আমাদের ভাতের জন্য লড়াই করতে হবে, ভোটের জন্য লড়াই করতে হবে। কমিউনিস্ট পার্টি এবং বামপন্থি শক্তি—তাদের এখন ক্ষমতায় আনতে হবে। এই সরকার ক্ষমতায় থাকলে কিংবা কোনো দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

লড়াইয়ে সবাইকে গ্রামে গ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু দলীয় সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তাই দলীয় সরকারের অধীনে কমিউনিস্ট পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না। সারাদেশে কমিউনিস্ট পার্টি আওয়াজ তুলেছে এই আওয়ামী দুঃশাসন হটাও। প্রয়োজনে বিকল্প শক্তি গড়ে তোলা হবে; যেটা মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের ধারায় দেশকে গড়ে তুলবে।’

jagonews24

এ সময় কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, জেলা সিপিবির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাইয়েমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।