হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৯ মে ২০২২
ফাইল ছবি

টানা নয়দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুরোনো এলসির গম আমদানি শুরু হয়েছে।

রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে ৪০ মেট্রিক টন গমবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। পরে আরও একটি ট্রাকে ৪০ মেট্রিক টন গম আসে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারত সরকার হঠাৎ করে গত ১২ মে গম রপ্তানি বন্ধ করে দেয়। তবে আগের করা এলসির (আমদানির জন্য অনুমতি) গম বাংলাদেশকে দেওয়ার কথা ছিল। তবে অভ্যন্তরীণ জটিলতার কারণ দেখিয়ে গম রপ্তানি বন্ধ রাখে ভারত। সেই জটিলতা কাটিয়ে ৯ দিন পর রোববার বিকেলে বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। এতে করে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

মো. মাহাবুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।