রামপালে নদীতে নিখোঁজ দুই শিশু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৫০ এএম, ৩০ মে ২০২২
প্রতীকী ছবি

বাগেরহাটের রামপালে নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। রোববার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার পারগোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের সামনের দাউদখালী নদীতে পড়ে তারা নিখোঁজ হয়।

নিখোঁজরা হলো- পারগোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. ওমর আলীর ছেলে আহাদ আলী (৮) ও মো. বেল্লালের শিশুকন্যা জান্নাত (৫)। দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন।

স্থানীয় ইউপি সদস্য আজাহার হোসেন টুকু জানান, নদীর পাশেই নিখোঁজ দুই শিশুর ঘর। প্রতিদিনের মতো তারা নদীর পাড়ে খেলা করছিলো। সন্ধ্যায় হঠাৎ করে জান্নাত অসাবধানতাবশত নদীতে পড়ে যায়। এসময় জান্নাতকে ওঠাতে গিয়ে আহাদও নদীতে পড়ে যায়। এরপর থেকে তারা দুজনই নিখোঁজ হয়। তবে এখন পর্যন্ত দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি।

রামপালের ফয়লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, রাতে বাগেরহাট থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাত গভীর হলে সেটি সমাপ্ত করেন। সোমবার সকাল থেকে ফের উদ্ধার কাজ চলবে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান চলছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।