ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৫৬ এএম, ৩০ মে ২০২২
নিহত মোহাম্মদ সুজন

ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সুজন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) সকালে নিহতের বড়ভাই এনামুল হক মাস্টার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ওমানের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কাজ থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ সুজন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উজির আলী মেস্তরি বাড়ির তোফাজ্জল হোসেনের (তজু মিয়া) ছোট ছেলে।

এনামুল হক মাস্টার বলেন, মোহাম্মদ সুজন ওমানে কৃষি কাজ করতেন। মালিকের কাজ শেষে বাসায় ফেরার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি।

তিনি আরও জানান, বাবাহারা আমরা দুই ভাই। আমি সিএনজিচালিত অটোরিকশা চালাই। সাত বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সুজন ওমানে পাড়ি জমায়। সাত বছর সেখানে চাকরি করে কোরবানির ঈদের আগে দেশে আসার কথা ছিল। তার জন্য পাত্রী দেখা হচ্ছিল। সেটি আজ শোকে রূপান্তরিত হলো। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।