একই মাঠে যুবদল-ছাত্রলীগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ৩০ মে ২০২২
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাট ঈদগাঁ মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার (৩০ মে) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. শামসুজ্জোহা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৩০ মে দানার হাট ঈদগাঁ মাঠে সম্মেলনের ডাক দেয় ইউনিয়ন যুবদল। একই স্থানে প্রধানমন্ত্রীকে  নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ। দুই পক্ষের সাংঘর্ষিক অবস্থানের কারণে উপজেলা প্রশাসন ওই মাঠসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।

তানভীর হাসান তানু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।