খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:২৪ পিএম, ৩০ মে ২০২২

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) দুপুর ১২টার দিকে জেলা শহরের টিকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- টিকরামপুর গ্রামের দেলুয়ার হোসেনের ছেলে দিদার আলী(৫) ও একই গ্রামের হোসেনের মেয়ে তিশা (৪)।

মৃতদের চাচাত ভাই সেলিম আলী জাগো নিউজকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলছিল দিদার ও তিশা। কিছুক্ষণ পর তারা পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বলেন, দুপুর ১২টার কিছু সময় আগে ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সোহান মাহমুদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।