ফেনীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ৩০ মে ২০২২
ফাইল ছবি

ফেনীতে ট্রেনে কাটা পড়ে আবুল কাশেম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) সকালে ফেনী সদরের সহদেবপুর এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা।

ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অমনোযোগী হয়ে রেললাইন পার হচ্ছিলেন আবুল কাশেম। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।