বিড়ির কারখানায় শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
কুড়িগ্রাম পৌরসভার একটি বিড়ির কারখানায় মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামের এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরেক শ্রমিকের বিরুদ্ধে।
সোমবার (৩০ মে) বিকেলে পৌর শহরের জলিল বিড়ি কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পি পৌর শহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, মাঈদুল ইসলাম বাপ্পির কারখানায় খোকন ইসলাম (২২) নামের এক যুবকও শ্রমিকের কাজ করতেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে খোকন মাঈদুলকে ছুরি দিয়ে আঘাত করলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই কৌশলে পালিয়ে যান খোকন ইসলাম।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বলেন, তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাসুদ রানা/এসজে/এমএস