নোয়াখালীতে কীটনাশক পানে দুই শিশুসহ মায়ের আত্মহত্যাচেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ৩১ মে ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দুই শিশু সন্তানসহ সোনিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

সোমবার (৩০ মে) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূ সোনিয়া আক্তার রামপুর ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রহমানের স্ত্রী।

কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক বিরোধে মা তার দুই শিশুসন্তানকে নিয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। এর আগে বেশ কয়েকবার সালিশ করেও তাদের এ বিরোধ মীমাংসা করা যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহত মা সোনিয়া আক্তারকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে এবং শিশু দুটিকে ১৩ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখন শঙ্কামুক্ত।

শিশুদের বাবা আবদুর রহমান বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমাদের মধ্যে কয়েকদিন আগে ঝামেলা হলে তা পারিবারিকভাবে সমাধান করা হয়। সোমবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে সোনিয়া আক্তারের সঙ্গে আমার তর্কবিতর্ক হয়। এর কিছুক্ষণ পর সে দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বাইরে যায়। পরে বাড়ির উঠান থেকে তাদের গোঙানির শব্দ শুনি। তখন দৌড়ে গিয়ে তারা বিষ খেয়েছে বুঝতে পেরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।