মোংলায় ৯ বস্তা শুঁটকিসহ যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ৩১ মে ২০২২
বনবিভাগের হাতে গ্রেফতার যুবক

বাগেরহাটের মোংলার পূর্ব সুন্দরবন এলাকায় ৯ বস্তা শুঁটকিসহ আভিয়ার (৩৫) নামে এক যুবককে আটক করে বনবিভাগ। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর টহল ফাঁড়ির নন্দবালা এলাকা থেকে ৯ বস্তা শুঁটকিসহ এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ।

সোমবার (৩০ মে) গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টহল দল তাকে আটক করে।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ বস্তা শুঁটকি জব্দ করা হয় যার ওজন প্রায় সাড়ে চার মণ। এসময় একটি ফাইবার জালি বোটসহ আভিয়ারকে আটক করে বনবিভাগ।

পরে আটক তাকে বনবিভাগের চাঁদপাই স্টেশনে আনা হয়। মঙ্গলবার (৩১ মে) দুপুরে বন আইনে মামলা দিয়ে তাকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।