লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ৩১ মে ২০২২

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে শর্টসার্কিট হয়ে বিদ্যুতের প্রধান স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হলেও প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

jagonews24

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান বিদ্যুৎ স্টেশনে শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন দেখে আশপাশের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

লালমনিরহাট জেলা জজ আদালতের মুহুরি আইয়ুব আলী বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে আগুন লাগায় মানুষ আতংকে দিগ্বিদিক ছুটতে থাকেন।

jagonews24

জেলা প্রশাসক কার্যালয়ের প্রটোকল সহকারী আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, আগুনে কার্যালয়ে রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে না পারলে কার্যালয়ের সব কাগজপত্র পুড়ে যেতো।

রবিউল হাসান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।