রাষ্ট্রীয় ক্ষমতা ছিনতাই করেছেন জিয়া: হুইপ স্বপন
‘জিয়াউর রহমান যে রাষ্ট্রীয় ক্ষমতা ছিনতাই করেছেন, সে বিষয়ে আবু সাদাত মোহাম্মদ সায়েম নিজেই তার লেখা বইয়ে অভিযোগ তুলেছেন। দেশের প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী একজন স্বনামধন্য ব্যক্তির লিখিত স্টেটমেন্ট কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে না।’
মঙ্গলবার (৩১ মে) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ মন্তব্য করেন। রায়পুর মার্চেন্ট একাডেমি মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ স্বপন বলেন, ‘সেনাবাহিনীর কতিপয় সহকর্মীদের বিভ্রান্ত করে তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ছিনতাই করেছেন জিয়াউর রহমান।’
তিনি বলেন, ‘প্রত্যেক সদস্য সেনা আইন ও সংবিধান মান্য করতে শপথবদ্ধ। কিন্তু তৎকালীন সেনাপ্রধান হিসেবে জিয়াউর রহমান শপথ ভঙ্গ করে রাষ্ট্রীয় ক্ষমতা ছিনতাই করেছেন।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন।
দ্বিতীয় অধিবেশনে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মামুনুর রশীদকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রফিকুল হায়দার বাবুল পাটোয়ারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এসজে/এএসএম