কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, পলাতক স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৩১ মে ২০২২
বস্তি ঘরের সামনে আহাজারি করছেন ডলির স্বজন

গাইবান্ধা সদর উপজেলায় ডলি বেগম (৩৯) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ছকু মিয়া পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে রেলওয়ে স্টেশনের উত্তর পাশের বস্তিতে এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি বলেন, ‘গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তর পাশের বস্তির বাসিন্দা ছকু মিয়া ও তার মা ছকিনা বেগম প্রায় সময়ই স্ত্রী ডলি বেগমকে মারধর করতেন। কলহের জের ধরে মঙ্গলবার বিকেলেও ডলিকে মারধর করেন স্বামী ছকু। এক পর্যায়ে ডলির নিথর হয়ে গেলে পালিয়ে যান তিনি।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী পলাতক রয়েছেন। তবে নিহতের শ্বাশুড়ি ছকিনা বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জাহিদ খন্দকার/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।