অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতানোয় প্রতারক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০১ জুন ২০২২

নোয়াখালী সদরে নারীর অশ্লীল ভিডিও ধারণ করে পৌনে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আবদুল কাদের কবির (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা ৭টায় কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের নুরুল আমিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়ে। গ্রেফতার আবদুল কাদের কবির ৪নং কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের মৃত আলী বাহারের ছেলে। তার কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাতে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবির পরিদর্শক মো. সবজেল হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবদুল কাদের কবিরকে গ্রেফতার করেন।

পুলিশ সুপার আরও জানান, গত ২২ মে এক নারী অভিযোগ করেন আবদুল কাদের কবির ও সবুজ ভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে বিয়ের প্রলোভন এবং তার ছোটভাইকে চাকরির প্রলোভন দিয়ে ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে টাকা চাইলে ফেরত দেওয়ার কথা বললে মোবাইলে ওই নারীর অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে উল্টো আরও টাকা দাবি করে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগের তদন্তে নেমে পুলিশ জানতে পারে আবদুল কাদের কবির ও সবুজ একই ব্যক্তি। মিথ্যার আশ্রয় নিয়ে ভিন্ন মোবাইল থেকে পরিচয় গোপন করে প্রতারণা করে আসছিলো। গ্রেফতারের পর তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।