নিবন্ধন নবায়ন না থাকায় আ’লীগ নেতার ক্লিনিক সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:২২ এএম, ০১ জুন ২০২২
সুফিয়া হার্ট সেন্টারের মালিক ও জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান (ডানে))

নিবন্ধন নবায়ন না থাকায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সুফিয়া হার্ট সেন্টারসহ তিনটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে জামালপুর পৌর শহরের বকুলতলা এলাকার এ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার।

এ সময় সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার বলেন, সুফিয়া হার্ট সেন্টারের নিবন্ধন নবায়ন না থাকায় ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্লিনিকের সত্ত্বাধিকারী ডা. এম এ মান্নান খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

jagonews24

তিনি আরও বলেন, পৌর শহরের আরও তিনটি ক্লিনিকে অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুটি ক্লিনিক সিলগালা করা হয়।

নিবন্ধন নবায়ন ছাড়া ক্লিনিক পরিচালনার বিষয়ে জানতে চাইলে সুফিয়া হার্ট সেন্টারের সত্ত্বাধিকারী ও আওয়ামী লীগ নেতা ডা. এম এ মান্নান বলেন, ‘সময় মতো কাগজপত্র জমা দিতে পারেনি। এছাড়া সময় চলে যাওয়ার বিষয়টি আমার জানা ছিল না।’

এর আগে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার অনিবন্ধিত ২৫টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এছাড়াও ১৮টি প্রতিষ্ঠানে ৫ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা এবং ৩২টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্কীকরণ করা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।