চালের বাড়তি মজুত রেখে জরিমানা গুনলেন ৫০ হাজার
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও সঞ্জয় কুমার মহন্ত
বগুড়ার ধুনটে চালের বাড়তি মজুত রাখায় সঞ্জীব কুমার সাহা নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুন) দুপুরে পৌর শহরের মেসার্স বর্ণ ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা নুরে আলম উপস্থিত ছিলেন।
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখা হচ্ছে। যেখানে চালের বাড়তি মজুত করে রাখা আছে সেখানেই জরিমানা করা হচ্ছে। বর্তমানে এলাকায় চালের বাজার স্থিতিশীল রয়েছে।
এসজে/এমএস