স্কুলমাঠে আ’লীগের সম্মেলন, শ্রেণিকক্ষে ঝুলছে তালা
লক্ষ্মীপুরে বিদ্যালয় বন্ধ রেখে থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। সম্মেলন উপলক্ষে বুধবার (১জুন) সকাল থেকে সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় ও হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলছে।
এর আগে বিদ্যালয়ের মাঠজুড়ে কয়েকদিন ধরে প্যান্ডেল তৈরিসহ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
স্কুল বন্ধ রেখে সম্মেলন করায় ক্ষুব্ধ অভিভাবকরা। তবে জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যালয়ে সম্মেলন করার জন্য কেউ অনুমতি নেননি। এ বিষয়ে প্রধান শিক্ষককে কারণ দর্শাতে (শোকজ) বলা হবে।

এর আগে মঙ্গলবার (৩১ মে) সরকারি মার্চ্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেও বিদ্যালয় বন্ধ রাখা হয়েছিল।
এছাড়া সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি হিসেবে রোববার (২৯ মে) শিক্ষার্থীদের ছুটি দিয়ে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে কাউন্সিলরদের নিয়ে সভা করেছেন দলটির নেতারা। এজন্য দুই ক্লাস শেষে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।

অভিভাবক সুলতানা ইয়াসমিন ও জাকির হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল। এখনও নানা কারণে অনিয়মিতভাবে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা পড়ালেখায় অনেকটা পিছিয়ে রয়েছে। বিদ্যালয় বন্ধ রেখে এভাবে একের পর এক রাজনৈতিক সভা-সম্মেলন করা হলে শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে। সাপ্তাহিক ও অন্য ছুটির দিন এসব রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান তারা।
এ বিষয়ে হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমরা স্কুল বন্ধ দেইনি। তবে ছাত্রছাত্রীরা আসেনি।’
হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম বলেন, ‘মাঠে সম্মেলনের কারণে সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে।’

জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী দাবি করেন, তারা অনুমতি নিয়েই সম্মেলন করছেন। তবে সাময়িক সমস্যার কারণে তিনি দুঃখপ্রকাশ করেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মতিন বলেন, বিদ্যালয়ের মাঠ ব্যবহার করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টিও আমাকে জানানো হয়নি। এ বিষয়ে প্রধান শিক্ষককে শােকজ করা হবে।
কাজল কায়েস/এসআর/এএসএম