নোয়াখালীতে বিদ্যালয়ের তালা ভেঙে ১১ ফ্যান চুরি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয় ও শ্রেণিকক্ষের তালা ভেঙে ১১টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মে) দিনগত রাতে চরকলমী হাবিব উল্যাহ দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, রাতের অন্ধকারে দরজার তালা ভেঙে শিক্ষক মিলনায়তন ও তিনটি শ্রেণিকক্ষের ১১টি ফ্যান, নতুন ওয়াইফাই বক্স, সাউন্ড সিস্টেমের মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
প্রধান শিক্ষক আরও বলেন, এর আগেও বিদ্যালয়ের পানির পাম্প চুরি হয়ে যায়। ২০০ ছাত্রছাত্রী নিয়ে চরাঞ্চলে দুর্ভোগ পোহাচ্ছি। তার ওপর ১১টি ফ্যান চুরি হওয়ায় ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষে পাঠদান কষ্টসাধ্য হয়ে পড়বে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সুমন মিয়া জাগো নিউজকে বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. রতন মিয়ার নেতৃত্বে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মোতালেব জাগো নিউজকে বলেন, এর আগেও একই ইউনিয়নের পশ্চিম গাংচিল, পূর্ব গাংচিল, আশারহাট ও চরযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি উদ্বেগজনক।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস