এমপির বক্তব্যে বিরক্ত, মঞ্চ ছাড়লেন হুইফ স্বপন
লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের বক্তব্যে বিরক্ত হয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সম্মেলন স্থল ত্যাগ করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১ জুন) দুপুর সোয়া ১টার দিকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন মঞ্চ থেকে নেমে হুইফ স্বপন সার্কিট হাউসে উদ্দেশ্যে রওয়ানা দেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক মঞ্চে উপস্থিত ৩ নেতা জাগো নিউজকে বিষয়টিকে নিশ্চিত করেছেন।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। চন্দ্রগঞ্জ থানা কমিটির সম্মেলনে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলির বক্তব্য শেষে তাকে সুযোগ দেওয়া হয়। টানা ১৫ মিনিট এলোমেলো বক্তব্য শুনে হুইফ স্বপন বিরক্ত হয়ে বক্তব্য না দিয়েই মঞ্চ ছেড়ে নেমে যান। একই বক্তব্য শাহজাহান কামাল রায়পুর সম্মেলনেও দিয়েছেন। তার বক্তব্যে শ্রোতা ও নেতাকর্মীরাও বিরক্ত হন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, শাহজাহান কামালের বক্তব্যে হুইফ কিছুটা বিরক্ত হয়েছেন। এরপর তিনি কিছুক্ষণের জন্য বিশ্রামে যান।
চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
কাজল কায়েস/আরএইচ/এএসএম