চুরি হওয়া ৩ গরু উদ্ধার করলো গোয়েন্দা পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০১ জুন ২০২২

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া তিনটি গরু উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩১ মে) দিনগত গভীর রাতে গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার বরাইল গ্রামের মাইনুদ্দিনের ছেলে জামিরুল ইসলাম (৪২) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বাবর আলী (৪৮)।

jagonews24

জেলা ডিবির ওসি বাবুল উদ্দীন সরদার জাগো নিউজকে বলেন, গত ২৯ মে গোমস্তাপুর উপজেলার বরাইল গ্রামের শ্রী বলয় চাঁদের বাড়ি থেকে সিঁধ কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। তাদের ধরতে তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখার একটি টিম।

মঙ্গলবার সকালে বাবর আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি খামার থেকে তিনটি গরু উদ্ধার করা হয়। এ সময় জামিরুলকে গ্রেফতার করা হয়।

jagonews24

ডিবির ওসি আরও জানান, বুধবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।