গুরুদাসপুরে সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:৩৮ এএম, ০২ জুন ২০২২
বন্ধ সব হোটেল রেস্তোরাঁ

হরিজন জনগোষ্ঠীর সঙ্গে মত বিরোধে নাটোরের গুরুদাসপুরের সব হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছেন মালিকরা। বুধবার (১ জুন) সকাল থেকে হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হোটেল মালিক বলেন, সবার সঙ্গে হোটেলে বসে হরিজন সম্প্রদায়ের লোকজন খাবার খাওয়ার সময় অধিকাংশ ক্রেতা ফেরত চলে যান। এতে ব্যবসায়ীকভাবে লোকসান হয়। তবে তারা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে হরিজনদের পার্সেল দিতে রাজি আছেন। কিন্তু হরিজনরা বিভিন্নভাবে আমাদের ওপর চাপ সৃষ্টি করে চলেছেন।

হোটেল বন্ধ প্রসঙ্গে চাঁচকৈড় বাজারের ক্যাফে রোজে হোটেল মালিক মো. আব্দুর রহিম শেখ কৌশলে বলেন, কর্মচারী সংকট, ব্যবসায় মন্দাভাব চলছে। তাই আপাতত হোটেল বন্ধ রাখা হয়েছে।

হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি রিপন কুমার দাস বলেন, হোটেল মালিকরা দোকান বন্ধ করে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছেন। আমরাও পরিবেশ দুর্গন্ধময় করতে পারি। কিন্তু জনস্বার্থে তা করিনি। শুধু হোটেলগুলোর ভিতরে বসে খাবার খাওয়ার অধিকারটুকু চেয়েছি।

এ ব্যাপারে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বলেন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।