গাছে নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০২ জুন ২০২২
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে মাছবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) সকালে আলেকজান্ডার-সোনাপুর সড়কের উপজেলার আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।

নিহত বেলাল হোসেন (৪০) উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ও গিয়াস উদ্দিন (৩৮) একই গ্রামের এনামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছভর্তি মিনি পিকআপ নিয়ে জেলেরা নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বেলাল মারা যান। গিয়াসসহ আহত হন ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় গিয়াসকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার সময় তিনিও মারা যান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ৩ জনকে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়েছে।

কাজল কায়েস/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।